প্রবাস মেলা ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে গুলিয়াখালী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত বীরমুক্তিযোদ্ধা মরহুম রেজানুল হক ভাসানী স্মৃতি ট্রফির ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে এম. এইচ.রিজভী – জিয়াউল হোসাইন ও বেলাল উদ্দিনের উপস্থাপনায় প্রথম অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন, ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন এডিশনাল ডিআইজি – চট্টগ্রাম (পুলিশ) মুহাম্মদ মুসলিম।
দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন – রানার্সআপ ও বিভিন্ন পুরস্কার খেলোয়াড়দের মধ্যে প্রদান করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি সীতাকুন্ড উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ এস.এম. আল. মামুন ও অনুষ্ঠান উদ্ধোধক এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম। এরপর আরো বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরন করেন যথাক্রমেঃ অনুষ্ঠানের সম্মানিত অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ, সীতাকুন্ড সমিতি- চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দীন, এডিশনাল ডি আইজি মিসেস শারমিন আবছার চৌধুরী, রিজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মির্জা জামশেদ আলী চৌধুরী, রিজি গ্রুপের ডিরেক্টর লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, সীতাকুন্ড মডেল থানার সাব ইন্সপেক্টর কায়েমুল ইসলাম, লায়ন আলী আকবর জাসেদ, খোরশেদ আলম, নোয়ামিঞা কন্ট্রাক্টর, নুরুল আমিন শফি মেম্বর , নিজাম উদ্দীন,শহিদুল ইসলাম শহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুফিজুর রহমান, জাকারিয়া রিফাত, নুরুল মোস্তফা ভুট্টু, আবুল হাশেম, মদিন উল্যাহসহ প্রমুখ।
তৃতীয় অধিবেশনে আলোচনায় অংশগ্রহন করেন- এডিশনাল ডি আই জি চট্টগ্রাম মুহাম্মদ শহীদ, প্রধান অতিথি – সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্বএস. এম. আল মামুন, সম্মানিত অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দীন, রিজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মির্জা জামশেদ আলী চৌধুরী ও ডিরেক্টর লায়ন মির্জা আকবর আলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. বল মামুন বলেন, গুলিয়াখালী সি- বীচের মনোমুগ্ধকর এ ক্রিকেট টুর্নামেন্টে আসতে পেরে আমি আনন্দিত ও উৎফুল্ল। এখানকার সুশৃংখল ক্রিকেট ফাইনাল ম্যাচটি উপভোগ করে আমি খুব আরাম বোধ করছি। তিনি বলেন, গুলিয়াখালী সি- বীচের মন মাতানো বাতাস ও নৈশর্গিক সৌন্দর্য্যে আমি সত্যি অভিভূত – মুগ্ধ। তিনি আরও বলেন, এ এলাকার তথা গুলিয়াখালী সি – বীচকে পর্যটন শিল্পে রূপ দেয়ার জন্য আমরা গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারকে লিখিতভাবে জানাতে চেষ্টা করবো।
অনুষ্ঠানের উদ্বোধক এডিশনাল ডিআইজি(পুলিশ) চট্টগ্রাম – মুহাম্মদ মুসলিম বলেন, গুলিয়াখালী ক্রিকেট ক্লাবের আয়োজিত অনুষ্ঠানটি আমাকে এতবেশী মুগ্ধ করেছে যে শেষতকঃ আমাকে প্রায় তিনঘন্টা ধরে বসে বসে আনন্দে উদ্বেলিত হয়ে খেলা উপভোগ করতে হল। বলা বাহুল্য যে, বীচে এত সুশৃংখল একটি ফাইনাল খেলা – পুরস্কার বিতরণী ও আলোচনা সভা হতে পারে তা সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন প্রমান রাখতে সক্ষম হলেন।
সম্মানিত অতিথি- চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ বলেন, আমি এমনিতেই গুলিয়াখালী সী- বিচের নৈশর্গিক সৌন্দর্যে বিমোহিত। তথাপী আজকের বীর মুক্তিযোদ্ধা রেজানুল হক ভাসানী স্মৃতি ট্রফির অনুষ্ঠানে এসে তাদের আয়োজন ও সুশৃংখলতা আমাকে দারুণভাবে আনন্দ দিয়েছে। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভব সর্বাত্নক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সম্মানিত অতিথি সীতাকুন্ড সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দীন বলেন, আমি বহুবার গুলিয়াখালী সী-বিচে এসেছি যতবারই আসি হৃদয় ছুঁয়ে যায় ভিন্ন আমেজ ভিন্ন এক ভালবাসায়। তিনি বলেন, আজকে গুলিয়াখালী ক্রিকেট ক্লাবের ফাইনাল খেলা – পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় এসে আমি অত্যাধিক উৎফুল্ল ও বিমুগ্ধ। এক কথায় অতুলনীয় একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর হৃদয় ছোঁয়া পরিবেশ।
অনুষ্ঠান সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, বীর মুক্তিযোদ্ধা রেজানুল হক ভাসানী জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন। তাঁর স্মৃতি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের মাসব্যাপী অনুষ্ঠানের সফল সমাপ্তি করতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। নানান প্রতিকূলতা – নানান ষড়যন্ত্র – বহুমুখী চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে সফল সমাপ্তি করতে পারায় এবং সকল অতিথি যারা এসে সভামঞ্চকে আলোকিত করেছেন তাদের প্রতি আমি – আমার গ্রামবাসী নিশ্চয়ই আজীবন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকবে।