আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২৬ আগস্ট রবিবার বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয় ।
আহ্বায়ক কমিটির আহবানে শাহীন খলিল কাউসার, মতিউর মেহেদী, রাসেল রাজ, জাহাঙ্গীর পাঠান, মাহামুদুল হাসান, আবুল কালাম, মোর্শেদ আলম, সনেট পি রোজারিও, বাবুল হাসান, মোমেন সর্দার ও সার্বিক তত্ত্ববধানে গোলাপ মিয়া, মাহমুদুল হাসান এর সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় বার্ষিক বনভোজনের আয়োজন করেন ।
গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি ইতালি ২ টি বাস ও ব্যক্তিগত গাড়ির বিশাল বহর নিয়ে পাহাড় পর্বত জলাসয় এর সৌন্দর্যে ঘেরা নয়নাভিরাম লাগো ” কাপো দি মন্তের ” উদ্দেশ্যে সকাল ০৯:৪৫ মিনিটে আনন্দ ভ্রমনে যাত্রা করেন । গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটির সকল সদস্য সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সামাজিক রাজনৈতিক আঞ্চলিক বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে এই বনভোজনে অংশ নেন।
বনভোজনের অনুষ্ঠান মালায় ছিলো- শিশু-কিশোর ও নারী-পুরুষের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর আকর্ষণীয় র্যাফেল ড্র। বনভোজনের অনুষ্ঠান মালার মধ্যে ছিল বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের দৌড় ও বালিশ খেলা, পুরুষদের ফুটবল প্লান্টিক কিক ছিল অন্যতম উপভোগ্য । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার সারাদিন পালাক্রমে বিভিন্ন রকমের সুস্বাধু খাবার পরিবেশন করেছেন মতিউর মেহেদী, শাহানাজ আক্তার, হযরত আলী, রাসেল রাজ, আশরাফুল আলম, আসাদুজ্জামান বাপ্পী, হাদিউল ইসলাম, মোঃ শহীদুল্লাহ্ রবি রোজারিও, মুন্না, সজিব ফকির, আশরাফ আলী, মেজবাহ উদ্দিন এর আপ্যায়ন ছিল লক্ষ্যনীয়।
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের জন্য ছিল আকর্ষনীয় পুরস্কার এবং উপস্থিত সকল মহিলা ও শিশুদের বিশেষ উপহার । ১ম পুরস্কার ছিল ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন শাহিন খলিল কাওসারের সৌজন্যে ২ পুরষ্কার ছিল মাইক্রোওভেন সৌঃ সনেট পি রোজারিও, ৩য় পুরস্কার মিক্সার মেশিন, সৌঃ আবুল কালাম, ৪র্থ পুরস্কার আয়রন সৌঃ আসাদুজ্জামান বাপ্পী, অন্যান্য ৫ম পুরস্কার সৌঃ রাসেল রাজা ও রবার্ট এবং লায়লা ফ্যাশনের সৌজন্যে তিনটি পুরস্কার ও সুলতানা ফ্যাশনের সৌজন্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয় ।
বাংলাদেশ বাংকার সমিতির সৌজন্যে ফুটবল প্লান্টিক কিকে বিজয়ীর হাতে স্মার্ট ফোন তুলে দেয়া হয়। বার্ষিক বনভোজনে সভাপতিত্ব করেন গাজীপুর সমাজ কল্যান সমিতি ইতালির আহ্বায়ক শাহীন খলিল কাউসার। সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকি বাচ্চু, ইতালি বিএনপির সভাপতি শাহ্ তাইফুর রহমান, ইমাম হাসান লিখন সাধারণ সম্পাদক সানপাওলো সামাজিক সংগঠন, হাসানুর জামান কামরুল, বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ্, সহ সভাপতি আখি সীমা কাওসার মহিলা সংস্থা ইতালির সভাপতি সান্তা সিকদার, সাংগঠনিক সম্পাদক রুপালী গোমেজ ইপিবির সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান সহ আরও অনেকে।
জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে গাজিপুর জেলা সমাজ কল্যান সমিতির আহ্বায়ক কমিটি ইতালির বার্ষিকী বনভোজনে আগত উপস্থিত সকলকে আনন্দে মাতিয়ে রাখেন রোমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, রত্না বর্ষা, মোহাম্মদ সেলিম, সহিদ, মুহিব হাসান, রিপন, রনি, রাজু। র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষে গাজিপুর জেলা সমাজ কল্যান সমিতির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলকে কষ্ট করে অংশগ্রহণ ও বিভিন্নভাবে যারা সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমিতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে সমাপনী বক্তব্যের একপর্যায়ে সম্মানিত বক্তাগণ বলেন, তারা ইতালিতে অনেক সংগঠনের অনেক বনভোজনেই অংশগ্রহণ করেছেন কিন্তু এত সুন্দর সু-শৃঙ্খল, পরিপাটি পরিবেশ এবং সুস্বাদু বাঙালি খাবার, যেমন রোসট পোলাও গরুর মাংসের রেজালা টিকিয়া কাবাব, ডিম, সালাদ ছিল অন্যতম বাংগালীয়ানা খানা পিনা । তরমুজ খেতে খেতে গান শোনার দৃশ্য ছিল দেখার মত।
বক্তারা আশা ব্যক্ত করেন যে, এই কমিটি সহসা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলা কমিউনিটি সহ প্রবাসীদের সেবায় কাজ করবেন। এযাবৎকালের সুন্দর সাজানো গুছানো বনভোজন ও মিলন মেলার সমাপ্তি ঘোষনা করে রাজধানী রোমের উদ্দেশ্যে গাড়ির বহর নিয়ে রওনা দেন এবং সন্ধ্যা ৯:৩০ মিনিটে সুন্দর একটি বনভোজন শেষে ফিরে আসেন সবাই।