প্রবাস মেলা ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে অর্ধনমিত রাখা হয়েছে জাতিসংঘের পতাকা। সোমবার (১৩ নভেম্বর) এশিয়াজুড়ে জাতিসংঘের বিভিন্ন কম্পাউন্ড ভবনে সংস্থাটির পতাকা অর্ধনমিত রাখা হয়। সেই সঙ্গে নিহত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংস্থাটির কর্মকর্তারা।
গাজার একটি স্থাপনায় হামলায় বিশ্ব সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক স্টাফ নিহত ও আহত হওয়ার একদিন পর ব্যাংকক, টোকিও ও বেইজিংয়ের অফিসে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাতিসংঘের নীল ও সাদা রঙের পতাকা অর্ধনমিত রাখা হয়।
ফিলিস্তিনিদের সহায়তা বিষয়ক জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) তথ্য মতে, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত জাতিসংঘের শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাস হামলা চালায়। তাতে দেশটিতে ১ হাজার ২০০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হয় আরও ২ শতাধিক ইসরাইলি ও বিদেশী নাগরিক। এরপর হামাস শাসিত গাজায় হামলা শুরু করে ইসরাইল যা গত ৩৮ দিন ধরে অব্যাহত রয়েছে।
হামলায় এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৪০ শতাংশই শিশু। গত শুক্রবারের পর মৃতের সংখ্যার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ হাসপাতালের যোগাযোগ ব্যবস্থা ধ্বসে যাওয়ায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।