শাহিন রিজভি:
তুমি এলে
তুমি চলে গেলে
তুমি আসবে বার বার
তোমার পথের মধ্যখানে সময় দাঁড়িয়ে আছে
মার্বেল দৌড় প্রতিযোগিতায়
তুমি ভুলে গেছো সময় কাউরে দেয় না সময়
সময়ের দাড়িপাল্লায়
ক্যাফেটেরিয়ার চায়ের কাপে ঝর তুলেছে
তোমার ঠোঁটের লাল আগুন
চোখের নিভৃতে ডুবে গেছে
কোন যুবকের বালক লালিত মন
সেখানেও থাকো নি তুমি
দোতালার সিঁড়ি বেয়ে নেমে গেছো
শূন্য পড়ে ছিল প্রেমময় ক্লাসরুম
তোমার সুদীর্ঘ চুলের ঢেউয়ে কত সমুদ্র লুকিয়েছে মুখ
কত নাবিক সুখে কাটিয়েছে রাত
ঘুমহীন জ্যোৎস্নায় তৃষ্ণার্ত শামুক
সযতনে শঙ্খের ধ্বনি লালন করেছে বুকে
তুমি দেখনি, দেখতে চাওনি তাও
একটি মুহূর্তের ভেতর কেটে গেছে
কত শত সহস্র বছর
তোমাকে দেখার বড় সাধ হয়
তবু ভয়, তোমার বুকের উষ্ণতায়
যদি কোন কামুক পুরুষ আমার কাঁধে রাখে হাত
পাহাড় তুমি আমাকে ক্ষমা করে দিও
মেঘ তুমি অঝোর ধারায় নেমে এসে
পবিত্র করো আমায়
আমি মরে যেতে চাই শুধু একবার মরে যেতে চাই তোমার গহীনের চঞ্চল বন্যায়।