রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি:
আনোয়ারার উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ অংশ ৮ ও ৯ নং ওয়ার্ড যেন একটি আলাদা দ্বীপ।জোয়ার আসলেই ভাসে বাড়ি, ভাসে মানবতা, ভাসে জীবিকা। জোয়ারের পানিতে ভাসে ঐ এলাকার মানুষ। দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিশ্রতি শুনতে শুনতে বিরক্ত এলাকাবাসী তাই ৩ আগস্ট, ২০২০ মানববন্ধনের ডাক দিয়ে লাগাতর কর্মসূচি দেয়ার যুদ্ধ ঘোষণা করেন। আজকে ভাঙ্গা বেড়িবাঁধ এলাকায় আয়োজিত মানববন্ধনে সবাই বেড়িবাঁধ নির্মাণে দূর্ণীতির কথা তুলে ধরে বিচার দাবি করেন এবং অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি জানান।

মানববন্ধন সফল করতে সমর্থন জানায় স্থানীয় সকল সামাজিক সংগঠন। হাতে তুলে নেয় ব্যানার, ফেস্টুন, প্লা-কার্ড। তারমধ্যে আছে সামাজিক মানবিক সংগঠন “স্বপ্নবাজ, আলোকযাত্রী, খোর্দ্দ গহিরা সোনালী সংঘ, বারআউলিয়া ফাউন্ডেশন, উত্তর পরুয়াপাড়া একাডেমি, হাফেজ একতা সংঘ, তরুণ মুসলিম ক্লাব, চাঁনগাজী তালুকদার বাড়ি একতা সংঘ।

দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন-ইন্জিনিয়ার শাহজাহান, নুরু সালাম, মৌলানা আবদুর রহিম, নিজাম চৌধুরী, আয়ুব আলী, হাফেজ নাছির, সেলিম উদ্দিন, সুলতান আহমদ, নুরুল আবছার সবুজ, আহমদ কবির, আব্দুল জলিল, হাফেজ জালাল, লিটন, মানিক আকতার কামাল, দিদার, নাছির বাঙ্গালি, লোকমান হাকিম।

স্থানীয় সূত্র জানায়, সরকার কতৃক বড় বাজেট আসলেও বাজেটের অর্ধাংশ ভাগ কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীর। নানান দূর্ণীতি ও বিভিন্ন জটিলতার কারণে এখনো বেড়িবাঁধ হয়নি। তারা আরো জানান, এই মানববন্ধন দিয়ে আন্দোলনের শুরু, অচিরেই কাজ শুরু না হলে লাগাতার কর্মসূচি হাতে নেবে বলে জানান পানিতে ভাসমান ভুক্তভোগী জনগণ।