প্রবাস মেলা ডেস্ক: ব্রাজিলে ভয়াবহ তাপদাহ গত এক দশকের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রাজধানী রিও ডি জেনেরিওতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি রেকর্ড করা হলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভয়াবহ উত্তাপ ঠিক কতটা গায়ে লাগছে তার বিচারে ফিলস লাইক টেম্পারেচার ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এর ব্যাখ্যায় বলা হয়, সেখানকার ভয়াবহ এই তাপদাহ শুধু মাপকাঠিতে বিচার করলে ভুল হবে। কারণ আদ্রতাসহ বেশ কিছু জিনিস বিবেচনায় নিতে হবে। খবর আল জাজিরা।
৪৯ বছর বয়সী আবহাওয়াবিদ রাকুয়েল কোরিয়ে জানিয়েছেন, রিও-তে এর আগে রেকর্ড ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছিল গত বছরের নভেম্বরে। নির্বিচারে গাছ কাটা, বনাঞ্চল উজাড় করে বহুতল ভবন নির্মাণ, সড়কে মাত্রাতিরিক্ত যানবাহনের কারণে রিও-তে এই উত্তাপ অনুভূত হচ্ছে।
তীব্র তাপদাহে রিও-তে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অসহ্য গরমের কারণে স্কুল, কলেজ, বেশ কিছু অফিস বন্ধ ঘোষণা করা হয়। তীব্র গরম থেকে বাঁচতে বিখ্যাত কোপাকাবানা ও ইপানেমা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন দিশেহারা মানুষ।