প্রবাস মেলা ডেস্ক: মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং উন্নয়নের প্রচারের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিবৃতি দিয়েছে দেশটি। সেখানে জানানো হয়, অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া দুঃখজনক।
বিবৃতিতে নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা এবং রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেফতারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশি ভোটাররা নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করায় বিষয়টিকে স্বাগত জানায় অস্ট্রেলিয়া। একইসাথে জানায়, বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশটি।