মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীক সহ নিবন্ধন হওয়ায় মালদ্বীপে এক আলোচনা সভা ও মিষ্টি বিতরণ আয়োজন করা হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার দেশটির রাজধানী মালে স্টার রেস্টুরেন্টে মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আনন্দমেলা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রবাসী সাংবাদিক আল আমিন সরকার, সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাবেক সভাপতি আলমগীর শিকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও গণঅধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ দুলাল আল মাইজভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর মানব পাচার সহ সম্পাদক, জিয়া খান।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: শরিফ। যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, অর্থ বিষয়ক সম্পাদক আওয়াল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তৌফিক, ফারুক, সাহিন, আক্কাস, সপন সহ মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গণঅধিকার পরিষদের রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীক সহ নিবন্ধন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণধিকার পরিষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে গতকাল ২ সেপ্টেম্বর সোমবার নিবন্ধন দেয় ইসি।
ইসি সচিব শফিউল আজিমের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। সেই সঙ্গে দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে যার নিবন্ধন নম্বর-৫১।