প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনার হাতে পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা। সম্প্রতি ঢাকার গুলশানে একটি অনুষ্ঠানে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার সম্মানিত উপদেষ্টা, টেলিভিশন উপস্থাপক ও আবৃ্ত্তিকার মামুন ইমতিয়াজ।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে অঞ্জনা তার অসাধারণ নৃত্য, হৃদয় ছোয়া মনোমুগ্ধকর সাবলীল অভিনয় দিয়ে কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ৮০’র দশকে তিনি বাংলা চলচ্চিত্রে অসাধারণ পারফর্ম দিয়ে নতুন নতুন ছবি উপহার দিয়েছেন।
অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দীন টগর পরিচালিত দস্যু বনহুর (১৯৭৬)। নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে অভিনয় করে আকাশছোঁয়া খ্যাতি লাভ করেন অঞ্জনা। এই চলচ্চিত্রের ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গানটি এখনো দর্শকের ভীষণ প্রিয়। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় ৩ শতাধিক।
অঞ্জনা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল অশিক্ষিত (১৯৮৭), রূপালী সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২), পরিণীতা (১৯৮৬), রাম রহিম জন (১৯৮৯)।পরিণীতা চলচ্চিত্রে ললিতা চরিত্রে অভিনয়ের জন্য অঞ্জনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। এছাড়াও নৃত্যে তিনি দুইবার জাতীয় পুরস্কার লাভ করেন।
বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি নায়িকা প্রবাস মেলা’র নিয়মিত পাঠক। তিনি পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।