শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: খোলাচিঠি নামটার মধ্যেই লুকিয়ে আছে এক অভিনবত্ব। খোলাচিঠির কর্মকাণ্ড নিয়ে বলতে গেলে বলতে হয় এই সংগঠনের ব্যপ্তি বিরাট। সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা সর্বত্র খোলাচিঠি বিরাজমান রয়েছে। যার তুলনা মেলা ভার।
সমাজের গরীব, নিঃস্ব, দুঃস্থ, অসহায় মানুষদের প্রতি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খোলাচিঠি। তাঁদের সুখে-দুঃখে, বিপদে-আপদে সর্বদা পাশে রয়েছে খোলাচিঠি। সারা বছর ধরেই এ ব্যাপারে এই সংগঠন নানা রকমের পরিকল্পনার মাধ্যমে সমাজসেবা করে থাকে। এইবছর দুর্গাপূজার আগে থেকে একদম মহানবমী পর্যন্ত খোলাচিঠি নদীয়া জেলার তাহেরপুর এলাকা জুড়ে বিভিন্ন দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়। তাঁদের মুখে ফুটে ওঠে হাসি।
এই মহান কাজ যাঁদের জন্য সার্থকভাবে রূপায়িত হয়েছিল, তাঁরা হলেন খোলাচিঠির সম্পাদক তারক দেবনাথ এবং সহ – সম্পাদিকা মেঘছায়া সরকার। এদের অবদানের কোন তুলনাই হয় না। খোলাচিঠির অপূর্ব উদ্যোগ হয়েছে সর্বত্র প্রশংসিত।