প্রবাস মেলা ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৪ মে ২০১৯ শুক্রবার হাতিরপুলস্থ ‘চায়না কিচেনে থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে’ খোকসা উপজেলা কল্যান সমিতি ঢাকা ‘র উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের মহাসচিব মো: রবিউল আলম বাবুল এবং অর্থ সচিব মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: সিরাজুল ইসলাম।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক এর স্বতন্ত্র পরিচালক মো: নাজমুস সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মাহবুব হোসেন মতিন, আহসান নবাব, মামুন ইমতিয়াজ, এ্যাডভোকেট রেজাউল করীম রেজা প্রমুখ।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ খোকসা উপজেলার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।