প্রবাস মেলা ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় ৭ জুন ২০১৯ শুক্রবার প্রথমবারের মত আলোকচিত্র প্রদর্শণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খোকসা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) এর আয়োজনে এতে ৭ জন ফটোগ্রাফার সেরা আলোকচিত্রীর পুরস্কার জিতে নেন। সাড়ে ৬ শ প্রতিযোগির মধ্যে প্রদর্শণীতে স্থান পেয়েছিল ৫৩ টি সেরা চিত্র।
কেপিএস এর সভাপতি নাহিদুজ্জামান শয়ন ও সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস এর সার্বিক পরিচালনায় শুক্রবার সকালে খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, খোকসা কল্যান সমিতি ঢাকা এর সভাপতি মো: সিরাজুল ইসলাম ও খোকসা থানা’র অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

বিকেলে সংগঠনের উপদেষ্টা শিশির কুমার ঘোষের সভাপতিত্বে খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মো: সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টেলিভিশন উপস্থাপক ও আবৃত্তিকার মামুন ইমতিয়াজ, সাংবাদিক সাইফুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যোতির্ময় পাল মনি, বাংলা ৫২’র সম্পাদক কাজী আওলাদ হোসেন, কুষ্টিয়ার সময়ের সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।