প্রবাস মেলা ডেস্ক: খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি, ঢাকার সভাপতি পদে ব্যারিস্টার তানিয়া আমীর ও সাধারণ সম্পাদক পদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান নির্বাচিত হয়েছেন। তানিয়া আমীর বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে শেখ সাইফুজ্জামান ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অ্যাডভোকেট অনুপ কুমার সাহা।
৩ জুন ২০২৩, শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচেন সাবেক বিচারপতি সৈয়দ সাহিদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সমিতিতে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সম্প্রতি অ্যাডভোকেট আওসাফুর রহমান বুলুকে আহবায়ক ও অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৩ জুন ২০২৩, শনিবার উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তানিয়া আমীর কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি সমিতির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের ইতিবাচক অধিকার আদায়ে আইনি লড়াইয়ে সব সময় প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।