প্রেস রিলিজ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর খুলনা জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক সমাবেশ ও মেলা সম্প্রতি খুলনার দৌলতপুর শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন।
খুলনা জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পপ্রধান এম. জুবায়ের আজম হেলালী, বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী এবং দীঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ও খুলনা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী প্রমুখ।