প্রবাস মেলা ডেস্ক: ষাটের দশক থেকে বাংলাদেশের সঙ্গীতজগতে পরিচিত নাম খুরশিদ আলম। বাংলা চলচ্চিত্রাঙ্গনের গানের ভান্ডারকে তিনি করেছেন সমৃদ্ধ। এখনো অব্যাহত আছে তার ক্লান্তিহীন সঙ্গীত সাধনা। বাংলা সিনেমার সুবর্ণ সময়ের একজন খ্যাতিমান পেস্ন-ব্যাক শিল্পী খুরশিদ আলম। একটা সময় ছিল বাংলা সিনেমার গান মানেই খুরশিদ আলম। বাংলা চলচ্চিত্র সঙ্গীতকে তিনি অনেক কিছু দিয়েছেন। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন আজ।
১৯৪৬ সালের ১ আগস্ট পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন খুরশিদ আলম। বাবা এ এফ তসলিম উদ্দিন আহমেদ, মা মেহেরুন্নেসা খানম। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়। চাচা আবু হায়দার সাইদুর রহমানের হাত ধরে সঙ্গীতজগতে প্রবেশ করেন খুরশিদ আলম।
‘চুমকি চলেছে একা পথে’, ‘মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা’, ‘তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি না’, ‘আজকে না হয় ভালোবাসো’র মতো বহু জনপ্রিয় গানের শিল্পী খুরশিদ আলম। তার শিল্পীজীবনের প্রাপ্তি অনেক। তিনি একুশে পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯৬১-৬২ সালে জাতীয় আধুনিক সঙ্গীত প্রতিযোগিতায় এবং ১৯৬২-৬৩ সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন খুরশিদ আলম। ১৯৬৭ সালে কবি সিরাজুল ইসলামের (প্রয়াত) লেখা এবং আজাদ রহমানের সুরে খুরশিদ আলম কণ্ঠ দেন একটি আধুনিক গানে। মোহাম্মদ খুরশীদ আলম প্রথম পেস্ন-ব্যাক করেন ১৯৬৯ সালে বাবুল চৌধুরীর পরিচালনায় এবং ইফতেখারুল আলমের প্রযোজনায় আগন্তুক চলচ্চিত্রে। দীর্ঘ ক্যারিয়ারে ৪৫০টির বেশি চলচ্চিত্রে গান গেয়েছেন খুরশিদ আলম। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।