মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম প্রতিনিধি: চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের আর্তমানবতার সেবার লক্ষ্যে গঠিত খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপি ফ্রি মেগা ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।১ম দিন সফল ভাবে সম্পন্ন হয়েছে।এ মেগা ফ্রি ব্লাড গ্রুপিং চলবে ৩ অক্টোম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
উক্ত কর্মসূচী খুটাখালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়। ১ম দিনে অত্র ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড গ্রহণকারী নারী-পুরুষ প্রায় প্রায় ২ হাজার এরও বেশি লোকজনের ব্লাড গ্রুপ শনাক্ত করা হয়। খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।
খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির মূল লক্ষ্য রক্তের প্রয়োজনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্ত দিয়ে বাঁচাতে সহযোগিতা করা।নিজেদের জন্য নয়, সমাজের অবহেলিত মানুষের সাথে সব সময় থাকতে চান। তাদের জীবনকে মানব কল্যাণে বিলিয়ে দিতে চান। চাইলে যে কেউ হতে পারেন এ সংস্থার একজন সদস্য। সবাই এখানে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা চকরিয়া উপজেলার চেয়ারম্যান জনাব জাফর আলম বি.এ,অত্র প্রোগ্রামে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাও.আবদুর রহমান, খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামাল উদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন, জনাব অলি আহমদ, জনাব আবদুস সোবহান, জনাব মামুনুর রশিদ, জনাব পরিক্ষিৎ বড়ুয়া, জনাব জিল্লুর রহমান, জনাব আবদুল আওয়াল, জনাব ডা. তারেকুল ইসলাম, হুমায়ুন কবির (ইউ.পি. সচিব), সংগঠনের উপদেষ্টা জনাব বাহাদুর হক, জনাব ঈদি আমিন চৌধুরী, জনাব মাঈন উদ্দিন, জনাব রিহাবুল আলম, জনাব জাহাঙ্গীর আলম সবুজ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবদুল্লাহ আল মুরাদ(এডমিন), নুর মোহাম্মদ নুর (এডমিন), আইয়ুব উদ্দিন (এডমিন), ওমর ফারুক (এডমিন)।
মডারেটর হিসেবে ছিলেন: শহিদুল ইসলাম, রেজাউল করিম, রুহুল আমিন, এম এইচ রফিকুল আলম, জয়নাল আবেদীন, আরিয়ান, মো.রাসেল, হুমায়ুন কবির, আকমল উদ্দিন রুবেল।কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন করিম, বোরহান, ইরফান, নজরুল, এহেছান, ইমরানুল হক, হুমায়ুন, শরিফ, হাসান, ওবাইদুল আকবর, মাহমুদুল করিম,ওবায়দুল হাকিম,আবদুর রহিম,আবছার প্রমুখ। উক্ত প্রোগ্রামে কারিগরি সহযোগীতায় ছিলেন, কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি ও বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি।