ওয়াসিম আকরাম, বৈরুত, লেবানন: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লেবানন বিএনপি আয়োজিত সভায় যোগদিতে ২৭ সেপ্টেম্বর লেবানন পৌছিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব।
এসময় লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবুর নেতৃত্ব লেবানন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা বিমান বন্দরে স্বাগত জানান । প্রবাসী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে মুকিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেসরকারী বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা সুচিকিৎসার জোর দাবী জানান। সরকারদলীয় চিকিৎসক দিয়ে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না।’ খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
মুকিব অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন,, ‘সরকার বারবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসা করে আসা ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী বেসরকারী বিশেষায়িত হাসপাতালে ভর্তির ব্যবস্থা না করে মানবাধিকার লঙ্ঘন করেছেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে দাবি করে মুকিব বলেছেন, ‘আজকে বাংলাদেশে যে অচলাবস্থা চলছে তা থেকে মুক্তি পেতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।’ খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলেও তিনি জানান।