কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়াকে ফরমায়েশি রায় বলে মন্তব্য করেছেন দলটির মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। তিনি বলেন, খালেদা জিয়াকে আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই এই মামলা এবং রায় দেওয়া হয়েছে।
সোমবার মালয়েশিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি একজন সম্মানিত ব্যক্তি অথচ তার সম্মানহানি করতে এবং বিএনপি যাতে নিরপেক্ষ নির্বাচনের দাবি করতে না পারে এবং তাতে অংশগ্রহণ করতে না পারে সে জন্যই এই মামলা এবং রায়।
ঐক্যফ্রন্টের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মালয়েশিয়া বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে, এখন থেকে প্রতিবাদের সাথে সাথে প্রতিরোধও করা হবে। প্রবাস থেকে দেশের নির্বাচনে অংশগ্রহণে দল নমিনেশন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মাদ মোশাররফ হোসেন বলেন, দেশে যখন কোন রাজনৈতিক দলের ক্রান্তিকাল চলে তখন সেই দলের প্রবাস কমিটি দলের কার্যক্রম চালিয়ে নিয়ে থাকে। সেক্ষেত্রে দল অবশ্যই বিবেচনা করবে কাকে নমিনেশন দেওয়া যায়।
মালয়েশিয়া বিএনপির সহ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এসএম নিপু, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহ্মেদ হোসেন সাগর, মহানগর যুবদলের সম্পাদক শামিম রেজাসহ অনেকে।