মোঃ ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (নওগা ১ আসন) এমপি বার্সেলোনা বিমানবন্দরে পৌছালে কাতালোনীয়া আওয়ামী যুবলীগ ও সান্তা কলমা আওয়ামী লীগ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ০৪ ঘটিকার সময় বার্সেলোনা এয়ারপোর্টে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একটি রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে স্পেন এর পর্যটন নগরী বার্সেলোনা আসেন।

এ সময় বিমান বন্দরে মন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতালয় মাদ্রিদের প্রথম সচিব শরিফুল ইসলাম ও স্পেন এর বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতালয় এর অনারারী কন্স্যুলর সিনিয়র রামন পেদ্র।
এছাড়াও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সান্তা কলমা আওয়ামীলীগ এর সভাপতি শফিউল আলম শফিক, কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু, কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়, সাংগঠনিক সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন, সান্তা কলমা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি মাসুদ আলম, কাতালোনীয়া যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান সহ কাতালোনীয়া আওয়ামীলীগ ও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।