রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: নগরে বহদ্দারহাট পুকুর পাড়ে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যপ্রাপ্তি নিশ্চিতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সেলস সেন্টার খোলা হয়েছে। এ ছাড়াও ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে নিত্যপণ্য নিয়ে নগরের আরো ৩টি পয়েন্টে সেলস সেন্টার খোলা হয়েছে। পাশাপাশি টিসিবি ২০টি পয়েন্টে সুলভমূল্যে পণ্য সামগ্রী দিচ্ছে।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,বহদ্দারহাট পুকুর পাড়ে ভোক্তাদের হাতে সুলভমূল্যে পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, ডিম, পটল, লাউ, কাঁচা পেঁপে তুলে দিচ্ছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সদস্যরা।
সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.নাসির উদ্দিন,তরুন উদ্যক্তা, সংগঠক,মোটিভেশনাল স্পিকার মো.কায়সার, বিভিন্ন স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সেলস সেন্টারগুলো খোলা থাকবে বলে জানান উদ্যক্তারা।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, দ্রব্যমূল্য সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য। এ জন্য সৎ ব্যবসায়ীরাসহ সবাই আমাদের পাশে আছে। আমাদের ধারাবাহিক বাজার মনিটরিং ও ক্রয়মূল্য দিয়ে পন্য বিক্রির কারণে নিত্যপণ্যের মূল্য কিছুটা কমে এসেছে। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্নস্থানে ফসলের ফলন কিছুটা কম ছিল। প্রতিবছর এ সময়ে দ্রব্যমূল্য বাড়ে। অসাধু ব্যবসায়ীরাও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের মূল্য বাড়িয়ে রাখে। সবাই মিলে আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারলে শিগগির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালে থাকবে।
ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের সবজি ও নিত্যপণ্য নিয়ে নিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সেলস সেন্টারের পরিধি বাড়ানো হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.নাসির উদ্দিন।