তপন দেবনাথ, লস এঞ্জেলস্ থেকে: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশানমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা।
১৩ জানুয়ারি লস এঞ্জেলেসের অনুপমা রিয়া অডিটরিয়ামে শোক সভা, দোয়া মাহফিল ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মো. শাহীন।
সৎ, নির্লোভ, অতি সাধারণ জীবন যাপনকারী সৈয়দ আশরাফুল ইসলামের জীবন ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামিউল ইসলাম বেলাল, হাবিবুর রহমান ইমরান, হাবিব আহমেদ টিয়া, মুক্তিযোদ্ধা কাজী আবুল ফাত্তাহ, মোবারক হোসেন, আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা তাহের হোসেন, হারুন অর রশিদ, আবদুর রাজ্জাক, শায়লা রব, বিক্রম উদ্দিন, মেজবাহ খান ফারুক, শ্যামল মজুমদার, আলমগীর হোসেন, শাহ আলম খান চৌধুরী, হাসিনা বিনতে হোসেন ও তাপস নন্দী।
স্বরচিত কবিতা আবৃতি করেন আলাউদ্দিন হোসেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন। আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখে তৌফিক ছোরেমান খান তুহিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ পান্না ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন। অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয় ও সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।