সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমানকে ২৮ জুলাই ২০১৯ লস এঞ্জেলস এর গার্ডেন সুইট হোটেলে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, লস এঞ্জেলস সিটি আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগ এবং অন্যান্য আওয়ামী সহযোগী সংগঠন কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমানকে স্বাগত জানিয়ে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিপূরণ করার লক্ষে বিনিয়োগ ও ব্যবসায়ীক এক নতুন মাত্রা পেয়েছে মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান হাতের ছোয়ায়।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের পারস্পরিক ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান সাথে শামিল হওয়ার আহ্বান জানান।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম।প্রতিবেশী দেশসমূহের তুলনায় বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ ঘোষিত সুযোগ-সুবিধাদি বেশি এবং অধিকতর উদার। বিদেশি বিনিয়োগকারী, বিশেষ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শিল্প উদ্যোক্তাদের জন্য শুল্ক মওকুফসহ বিভিন্ন সুযোগ-সুবিধাদির করে দিতেছেন।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের সহসভাপতি মো: আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তথ্য ও প্রযুক্তিখাতে যে অভাবনীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ববাসীর কাছে সমাদৃত হচ্ছে।
সংবর্ধিত অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান বলেন, কোনো দেশ তখনই অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করে, যখন দেশের অভ্যন্তরীণ উৎসগুলো সম্প্রসারিত হয়। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা গেলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়। অর্থনীতিতে বাড়ে দেশি-বিদেশি বিনিয়োগ। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিনিয়োগের মূল উদ্দেশ্য হল, বেসরকারি খাতে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করা।