সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৭ নভেম্বর সন্ধ্যায় লস এঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখার সহ সভাপতি আফজাল হোসেন শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি নিয়াজ মোহাইমেন, সাইফুল আনসারী চপল, আহসান হাফিজ রুমি, জুনেল আহমেদ, অপু সাজ্জাদ, শওকত হোসেন আনজিন, মার্শাল হক, আশরাফুল আলম হেলাল, বাদল খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিকুজ্জামান জুয়েল, আলমগীর হোসেন, দেলোয়ার চৌধুরী, মোহাম্মদ কামাল হোসেন তরুণ, সহ সাধারণ সম্পাদক নাজিম খান টিটো, মোহাম্মদ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নয়ন বড়ুয়া, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন ইমন, কোষাধক্ষ্: মো: আব্দুল মান্নান, সহ কোষাধক্ষ্ আক্তার মাতুব্বর, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন ফাহিম, যুব বিষয়ক সম্পাদক কোহিনুর রহমান, শিক্ষা সম্পাদক সাঈদ খান, সমাজ কল্যাণ সম্পাদক মো: খসরু রানা, সহ সমাজ কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, একতরফা নির্বাচন অনুষ্ঠানে সরকারের নির্দেশনায় নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে। তারা বলেন, ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনের কাছে পরিস্কারভাবে তফসিল পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু তারা সেটা গ্রাহ্য করেননি। জনগণের আশা-আকাঙ্খার সঙ্গে এ তফসিল সঙ্গতিপূর্ণ নয়। একতরফা নির্বাচন করতে সরকারের নির্দেশে এ তফসিল ঘোষনা করা হয়েছে।
বিপ্লব ও সংহতি দিবস এর উদ্দীপনায় জোরদার আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দেশে আসবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে প্রতিনিয়ত গায়েবি মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।