সৈয়দ এম হোসেন বাবু, লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৭ এপ্রিল শনিবার ক্যালিফোর্নিয়ার রেডলেন্ডের একটি অডিটোরিয়মে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় মধ্যদিয়ে ইউএস বাংলা এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএস বাংলা এসোসিয়েশনের চেয়ারম্যান জাফর চৌধুরী, প্রেসিডেন্ট খায়রুজ্জামান মামুন, জেনারেল সেক্রেটারি ইফতেখার মাহমুদ, বোর্ড অফ ডিরেক্টর নিজাম ইসলাম, বোর্ড অফ ডিরেক্টর ছাবিন রহমান, বোর্ড অফ ডিরেক্টর পাশা আব্দুল্লাহকে ডা: মোয়াজ্জেম হোসেন শপথ বাক্য পাঠ করান।
বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলসের প্রেসিডন্ট সৈয়দ এম হোসেন বাবু ও জেনারেল সেক্রেটারি তারেক বাবু, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রেজা সহ বালা কেবিনেট নতুন এই সংগঠনকে স্বাগত জানিয়ে একটি মানপত্র ইউএস বাংলা এসোসিয়েশনের চেয়ারম্যান জাফর চৌধুরী, প্রেসিডেন্ট খায়রুজ্জামান মামুন, জেনারেল সেক্রেটারি ইফতেখার মাহমুদ হাতে তুলে দেন।
বালা’র প্রাক্তন প্রেসিডেন্ট নতুন এই সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলসের প্রেসিডন্ট সৈয়দ এম হোসেন বাবু বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। তাই যে কোন ভালো এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বালা আপনাদের পাশে থাকবে।
বালার জেনারেল সেক্রেটারি তারেক বাবু বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা এক সাথে কাজ করবো।
ইউএস বাংলা এসোসিয়েশনের প্রেসিডেন্ট খায়রুজ্জামান মামুন বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশকে ব্যাপক পরিসরে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের অভ্যন্তরে দুস্থ মানবতার জন্য আমরা সবার সাথে এক হয়ে কাজ করবো।