সৈয়দ এম. হোসেন বাবু, লস এঞ্জেল্স, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ফাগুন হাওয়া গায়ে মেখে শান্তিনিকেতনে শুরু হয়ে ছিল বসন্ত উৎসব ৷ রঙে-আবিরের যে উৎসবে সকাল থেকে দ্বার খুলে দিয়ে ছিল বিশ্বভারতী ৷
এখন দেশ, কাল ও ঐতিহ্যভেদে উৎসবও হয় ভিন্ন ভিন্ন সাজে ছড়িয়ে পড়ছে, বসন্ত ছুঁয়ে গেছে পৃথিবীর প্রতিটি প্রান্তে। গত ২৪ মার্চ রবিবার ২০১৯ প্রখর রোদ্রে ক্যালিফোর্নিয়ার মোরনোভেলীর ফ্যারন্ক ইষ্টার্ণ মেমোরিয়াল পার্কে সেলিম ও শিল্পী আয়োজন করে বসন্ত উৎসব ২০১৯। রানার সঞ্চালনায় মনমুগ্ধকর সংগীত পরিবেশন করে জাহাঙ্গীর, আদনান, উরমি, সেলি, রবি, সিমি, কাবেরী, উপমা, কৃষ্ণ, শিল্পী,ওমর ফারুক, রুনা।