মুরাদের চিকিৎসার সাহায্যার্থে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রকডেলের পালকি রেস্টুরেন্টে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির সার্বিক সহযোগিতায় ডিনার পার্টির জনপ্রতি ৫০ ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে। নেতারা সবাইকে ফান্ড রাইজিং ডিনারে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে অংশগ্রহণ করে তা সফল ও সার্থক করে তোলার জন্য সব মহলের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মুরাদের বাড়ি রাজবাড়ির পাংশায়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও চেন্নাই সিএমসি ভেলোর খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
মুরাদ একটি হেলথ ফার্মে চাকরি করতো। তার ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে মুরাদ স্ত্রী, সন্তানকে নিয়ে ভালোই চলছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মরণব্যাধি ক্যান্সার তার শরীরে বাসা বেঁধেছে।
এতদিন চিকিৎসা করে সর্বস্ব শেষ প্রায়। এখন চিকিৎসা খরচ চালানোর মতো আর কোনো অবলম্বন নেই। তাই সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন মুরাদের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: মোফাজ্জেল হোসেন, ডাচ বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখা। অ্যাকাউন্ট নম্বর- ১৬৮১০৩১১৪৫০৪ বিকাশ হিসাব নম্বর- ০১৭১৫২৩৩৪৬৪
অস্ট্রেলিয়াতে সাহায্য পাঠানোর বিস্তারিত: SURID HAQUE, BSB 012-243, ACCOUNT NUMBER: 552743793