আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ২৯ জুলাই রবিবার সফলভাবে শেষ হলো কোরিয়ায় ইতিহাসে সমুদ্রপাড়ে বাংলাদেশিদের সবচেয়ে বড় ইপিএস বাংলা গ্রীষ্মকালীন মিলনমেলা। ১৭টি লিমুজিন বাসযোগে ৭৫০ জনেরও বেশি লোক নিয়ে কোরিয়ার সবচেয়ে বেশি পাহাড় ও সাগর ঘেরা খাংউন প্রদেশের জংদোংজিন এবং মাংসাং সীবিচে ছোট্ট একটি বাংলাদেশ তৈরির মাধ্যমে সেখানকার স্থানীয় কোরিয়ানদেরকে বাংলাদেশকে চেনানো ছিলো এক অন্যরকম অর্জন। একইসাথে বিদেশ বিভুঁয়ের মাটিতে এত লোকের একত্রে সমুদ্রযাত্রা ও এক সুরে একত্রে এত লোকের বিদেশের মাটিতে জাতীয় সঙ্গীত গাওয়া সত্যিই এক অন্যরকম অনুভূতি।
গতবছর থেকে ইপিএস বাংলা এমন আয়োজন চালু করেছে। গতবার মালিপ্পো সমুদ্র সৈকতে ৪৫০ লোকের বহর নিয়ে পরীক্ষামূলক ভ্রমণ করা হয়। যা এবার ৭৫০ এ উন্নীত করা হয়েছে । ভবিষ্যতে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া কর্তৃপক্ষের আরো বড় করে করার ইচ্ছে আছে বলে নেতৃবৃন্দরা জানান ।
বিদেশের মাটিতে এতো বড় জন সমাগম করে একত্রে জাতীয় সংগীত গেয়ে দেশের প্রতি মমত্ববোধ দেখানো আসলে অনেক বড় ব্যাপার । এতো বড় প্রোগ্রাম সফল ও সুশৃঙ্খলভাবে শেষ করায় ঐ এলাকার প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে বাংলাদেশের অনেক সুনাম তৈরি হয়েছে । কোরিয়া প্রবাসীদের সকল প্রকার সহযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধুলা, ভ্রমন, দেশ ও মানুষের দুর্যোগ ও বিপদে হাত বাড়িয়ে দেওয়ার মতো স্বেচ্ছাসেবামূলক অসংখ্য কাজ করে যাচ্ছে এই জনপ্রিয় সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া । কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম অনেক ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে সময় দেওয়ায় ইপিএস এর নেতৃবৃন্দরা আন্তরিক ধন্যবাদ জানান।