আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ৩০ সেপ্টেম্বর রবিবার সিউল সিটির পাঁচ তারকা হোটেল দ্যা হোটেল প্লাজার ‘অর্কিড হলে” সফলভাবে সম্পন্ন হল ইপিএস বাংলা আন্তঃকর্মশালা।
বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ডেভিড কিমের সার্বিক সহযোগিতায় বেলা ১১.০০টা থেকে শুরু হয়ে বেলা ২:০০পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ও কোরিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ”ডেভিড কিম”।শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্টদূত আবিদা ইসলাম ।
দূতাবাসের প্রথম সচিব রুহুল আমিন, প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম ও কনস্যুলার মাসুদ রানাও উপস্থিত ছিলেন উক্ত প্রোগ্রামে ।
কোরিয়ান শ্রম আইন বিশেষজ্ঞ খাং ছল হোয়া অনুষ্ঠানে ইমিগ্রেশন আইন, কোরিয়ার শ্রম আইন নিয়ে ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী সদস্যদের নিকট বিশদভাবে আলোকপাত করেন।
অনুষ্ঠানের একটি সেশনে অতিথিদের নিয়ে ইপিএস বাংলা কমিউনিটির ওয়েব সাইট (www.epsbanglacommunity.com) উন্মুক্ত করা হয় । ওয়েবসাইট উন্মুক্ত করেন মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও ডেভিড কিম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কমিউনিটির সহ সভাপতি আল আমিন ও উপদেষ্টা আনোয়ারুল ইসলাম রনি । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক।
অনুষ্ঠানে সবার জন্য ছিল সেভেন স্টার হালাল বাফেট লাঞ্চ ও র্যাফেল ড্র’র ব্যবস্থা।
ইপিএস বাংলা কমিউনিটির সভাপতি শান্ত শেখ তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য ”ডেভিড কিমকে” আন্তরিক ধন্যবাদ জানান।