প্রবাস মেলা ডেস্ক: কবি সাহিত্যিকদের অংশগ্রহণে মৌলভীবাজারে কোরাস সাহিত্য উৎসব শেষ হয়েছে। ১৯ এপ্রিল ২০১৯ মৌলভীবাজার জেলা শহরে পৌর জনমিলনে কেন্দ্রে ‘এসেছি রোদ্দুরের স্নানে, জীবনের গানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো মৌলভীবাজারে অনুষ্ঠিত কোরাস সাহিত্য উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে কবি, সাহিত্যিকরা জড়ো হন।

কবি মাকিদ হায়দারের সভাপতিত্বে ও কবি রাজা শহিদুল আসলামের সঞ্চালনায় উৎসবে স্বরচিত কবিতা পাঠ করেন বাংলা ভাষার বিশিষ্ট কবি নজমুল হেলাল।