কোপেনহেগেন, ডেনমার্ক: ঢাকা সিটি করর্পোরেশন (উত্তর) এর মেয়র জনাব আতিকুল ইসলামকে কোপেনহেগেন এয়ারর্পোটে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের নেতা কর্মীরা । এই সময় বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের মান্যবর রাষ্টদূত জনাব আব্দুল মুহিত ও দূতাবাস প্রধান জনাব শাকিল শাহরিয়ারও উপস্থিত ছিলেন।
সি-ফোরটি সামিটে যোগদান উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগনে এসে পৌঁছেছেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম। আজ ৯ অক্টোবর থেকে এই সম্মেলন শুরু হয়ে ১২ অক্টোবর ৪ দিনব্যাপী ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হবে।
সি-ফোরটি ৯৪ টি মেগাসিটির একটি সংগঠন। মূলত জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার লক্ষ্যে সি-ফোরটি কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ সম্মেলনটি চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মেয়ররা তাদের নিজ নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যে সকল ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা সম্মেলনে তুলে ধরবেন। সি-ফোরটি বিশ্ব মেয়র সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করবেন।