ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার বর্তমান কার্যপরিচালনা কমিটির মেয়াদকাল শেষ হবে আগামী ৩০ অক্টোবর। এ নিয়ে দলে চলছে আলোচনা সমালোচনা, আগামীতে নতুন কমিটির সু-বাতাস বয়ে চলছে লেবানন বিএনপিতে।
দীর্ঘবছর ধরে নির্বাচনের মাধ্যমে গঠন হচ্ছে লেবানন বিএনপি’র কমিটি। তারই ধারাবাহিকতায় গত ২০১৬ সালের ৩০ আক্টোবর কাউন্সিলারদের ভোটের মাধ্যমে ২ বৎসরের জন্য নির্বাচিত হয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
লেবানন বিএনপির নীতিনির্ধারকদের সাথে কথা বলে জানা যায়, লেবানন বিএনপি তার সাংগঠনিক নিয়মে প্রতি দুই বছরের জন্য কমিটি দেওয়া হয়। কমিটির দুই বছর পুরণ হলে একটি সভা ডেকে দলের দায়িত্ব উপদেষ্টা পরিষদের কাছে বুঝিয়ে দেয়া হয়। আর সেই সভাতেই সবার মতামতের ভিত্তিতে প্রধান আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক গঠন করে ৭/৯ সদস্যদের আহ্বায়ক গঠন হয়ে থাকে। সেই কমিটির দায়িত্ব শুধুমাত্র একটি কাউন্সিল করে নতুন কমিটি করে দেয়া। ওই আহ্বায়ক কমিটির মেয়াদকাল হয় ৩মাস।
আরো জানা যায়, আহ্বায়ক কমিটির কোন সদস্য কোন পদের জন্য প্রার্থীতা করতে পারবেনা এবং কোন প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে পারবেনা। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে একটি কমিটি উপহার দেয়া তাদের মূল দায়িত্ব। এর আগে বিভিন্ন সভায় বর্তমান কমিটি ক্ষমতা হস্তান্তর সম্পর্কে লেবানন বিএনপির সভাপতি মফিজুল ইসলাম বাবু স্পষ্ট বলে দিয়েছেন যে, সময় শেষ হবার আগেই তাদের দায়িত্ব উপদেষ্টা পরিষদের কাছে বুঝিয়ে দেবেন। একই কথা বলেছেন দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। যদিও তাদের কমিটির মেয়াদ কাল এমাসের ৩০ তারিখে শেষ হয়ে যাবে। তবে ঠিক কবে তারা উপদেষ্টা পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সে বিষয়ে এখনো জানা যায়নি।
দলের বর্তমান পরিস্থিতিতে বেশ গুরুত্ব পাচ্ছে আহ্বায়ক কমিটি নিয়ে, কে হতে পারে সেই নিরপেক্ষ আহ্বায়ক কমিটির প্রধান। এ নিয়ে দলের ভেতর চলছে কানাঘুষা। লেবানন বিএনপি’র সমর্থক বৃন্দের মুখে মুখে ৪ জনের নাম নিয়ে চলছে গুঞ্জন। প্রথম: আহ্বায়ক হিসেবে লেবানন বিএনপির নীতিনির্ধারক, বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য রুহুল আমীনের নাম শুনা যাচ্ছে। রুহুল আমীন বিগত দিনে ৩ বার নিষ্ঠার সাথে এই প্রধান আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। দ্বিতীয়: আমীর হোসেন কলিম, তিনিও দলের নীতিনির্ধারক ও লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ইতিপূর্বে একবার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি লেবানন বিএনপির প্রধান উপদেষ্টা। তৃতীয়: দলের আরেক নীতিনির্ধারক আব্দুল হালিম, তিনি লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান কমিটির উপদেষ্টা মন্ডলীয় সদস্য। চতুর্থ: মানিক মোল্লা, লেবানন বিএনপি’র জন্য যার শ্রমঘাম অপরিসীম, সাবেক সভাপতি ও বর্তমানে তিনি দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য। এখন সবাই অপেক্ষা আছে কে হতে পারে বা এই মহান দায়িত্বে এই ৩ মাসের জন্য গুরুত্বপূর্ণ আহ্বায়ক প্রধান।