প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) ২০০৭ সাল থেকে সমগ্র বাংলাদেশব্যাপি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই ২০১৯ শুক্রবার হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়- এ একটি বিনামূল্যে আই স্ক্রীনিং ক্যাম্পের আয়োজন করে।ক্যাম্পের উদ্দেশ্য ছিল, যে সকল সুবিধাবঞ্চিত মানুষ অর্থের অভাবে চোখের ছানি অপারেশন, ঔষধ বা চশমার খরচ বহন করতে অক্ষম তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা, যাতে কোন মানুষই অন্ধ হয়ে না যায়।
ক্যাম্পে মোট ৪৪৭ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪৩ জন ছানি রোগী, ১৩৯ জন চশমার রোগী সনাক্ত করা হয়। উক্ত ক্যাম্পে মোট ১৩৯ জন রোগীকে আগামী ২৯ জুলাই হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চশমা প্রদান করা হবে। ৪০৪ জন রোগীকে ঔষধ প্রদান করা হয় ও ছানি রোগীদের আগামী ২১ জুলাই বিএনএসবি চক্ষু হাসপাতাল নিয়ে অপারেশন করা হবে।
ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় ক্যাম্পের সফলতা কামনা করে বলেন, “ডিসিআই-আরএসসি- এর চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো- হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের চোখে দৃষ্টি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে, অন্ধত্ব দূর করা কতটা প্রয়োজন এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের সহযোগিতা করা কতটা জরুরী। এটা আমাদের ঐকান্তিক প্রতিজ্ঞা, যে সকল দরিদ্র মানুষ আর্থিক অস্বচ্ছলতার কারণে ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নিতে অক্ষম তাদের সেবা প্রদান করা। আমরা অন্ধত্ব দুর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর”।

এসময় জনাব আমিনুল ইসলাম, মেম্বার, ওর্য়াড- ২, শাক্তা, কেরানীগঞ্জ; জনাব শফিকুল ইসলাম, সভাপতি, হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়; জনাব খাইরুল বাশার রাজু, শিক্ষক, হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়; ডাঃ জেবুন্নেৎসা, বিএনএসবি চক্ষু হাসপাতাল উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন। জনাব মীর মোবারক হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও এফ.পি. কর্মকর্তা, কেরানীগঞ্জ, ঢাকা এবং জনাব ফারজানা সেলী, এটিও, কেরানীগঞ্জ ক্যাম্পের শুভকামনা করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরএসসি-ডিসিআই- এর এই মহৎ উদ্ব্যোগের প্রশংসা করেন। জনাব রোমেল নাসের, প্রোগ্রাম ম্যানেজার, আরএসসি; জনাব হুমায়ন কবীর, প্রোগ্রাম ডেভলপমেন্ট অফিসার আরএসসি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ক্যাম্পটি পরিচালনা করেন। উক্ত ফ্রি আই স্ক্রীনিং ক্যাম্পে অত্র এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ডাক্তার উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।