শরীফ মো: মিজানুর রহমান, কুয়েত: কুয়েত প্রবাসী সংগঠক হুমায়ুন কবির মাইমুন ও ডা. মাহতাবের কুয়েতে প্রথম জানাজা শেষে দুজনেরই মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।

২৪ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার, কুয়েতের সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে হুমায়ুন কবির মাইমুন ও ডা. মাহতাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। পরে ওই দিন রাতেই বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এ দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।
উল্লেখ্য, কুয়েত প্রবাসী সংগঠক হুমায়ুন কবির মাইমুন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এক পর্যায়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ৩১শে ডিসেম্বর ২০২০ মঙ্গলবার, সন্ধ্যার দিকে কুয়েতের ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে কুয়েতের স্থানীয় একটি হাসপাতালে প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ২০ জানুয়ারি ২০২০সোমবার, ওই হাসপাতালেই মৃত্যুবরণ করেন তরুণ এই ডাক্তার।