শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: সারা বিশ্বে পহেলা জানুয়ারি হওয়ার সাথে সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০১৯ সালকে স্বাগত জানাতে ভুলেনি, তেমনি কুয়েতেও নানা কর্মসূচির মধ্যদিয়ে বরণ করে নিয়েছে নতুন ইংরেজি বছরকে।
২০১৯ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে রিগাই পার্কে মিলিত হন প্রচুর বাংলাদেশি পরিবার, জয়যাত্রা টিভি দর্শক ফোরামের অনুষ্ঠান নাচ গান কবিতা সহ গণমাধ্যম কর্মীদের ছিল লাইভ শো। অন্যদিকে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানান প্রবাসী সহ বিভিন্ন দেশের নাগরিকরা। বিভিন্ন শপিং মল, পার্ক, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থানে চলে নববর্ষের আনন্দ ও উৎসব । কুয়েত সরকার এ দিনটি সরকারী ঘোষণা যেমন করেছে তার সাথে কুয়েতের বিভিন্ন অফিস আদালতও ছিল বন্ধ। আর বছরের শুরুটা কাটান সবাই ঘুরে ফিরে আনন্দ আড্ডায়। বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজন করে। এতে সববয়সী নারী পুরুষ, ছেলে মেয়েরা তাদের অনুভূতি তুলে ধরেন।
তারা বলেন, বিদেশ বিভুঁইয়ে কর্মব্যস্ততার মাঝে থেকে দিন কাটান মিস করেন মাতৃভূমিকে, পরিবার পরিজনকে। বিশেষ দিনেই তাদের একসাথে হওয়া যা দেশকে মনে করে দেয় মনে করে প্রিয়জনদের। প্রবাসে বিশেষ দিনে সকল বাংলাদেশিরা একত্রিত হতে পারে এতেই তাদের বাড়তি আনন্দ যোগ হয়। তাই নতুন বছর দেশে বিদেশে সবার কাটুক এগিয়ে চলার স্বপ্ন নিয়ে বেচে থাকুক ভালোবাসা সে কথাই জানান।