শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২৩ জুলাই কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ও যুগ্ম সচিব আবদুল লতিফ খানের মেয়ে সামরিয়া সাবাতিনা লতিফ লিরার স্বরনে মিলাদ ও কুলখানি করা হয়।
কুয়েতে জাবরিয়াস্থ কাউন্সিলর এর বাস ভবনে ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে মিলাদ মাহফিল ও কুলখানির করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, প্রতিরক্ষা উপদেষ্টা শাহ্ সাগিরুল ইসলাম, কমিউনিটি নেতাদের মধ্যে কাজী শহিদ ইসলাম পাপুল,মোকাই আলী লুতফর রহমান,জাহাংগীর হোসেন পাটোয়ারী, সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, বিএমসির কর্মকর্তাগণ, নানা শ্রেণী পেশার অসংখ্য প্রবাসী সুধীজন ও সাংবাদিকগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। মরহুমা লিরার গুনাবলীর বিভিন্ন দিক তুলে ধরে কান্নায় ভেংগে পরেন তার বাবা লতিফ খান ও স্বজনরা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত সকলে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মিলাদ মাহফিলের।