শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ১২জুলাই রাত ১০টায় স্ট্রোক করে আব্দুল খালেক ওরফে মালেক নামে কুয়েতে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছে । আব্দুল খালেক মৃত মতি মিয়ার ছেলে, যশোরের জিকরগাছায় তাদের বাড়ি।
তিনি দীর্ঘ’ প্রায় ২০ বছর সময় ধরে কুয়েতে বসবাস করছিলেন। তার ভাই আব্দুল রব জানান, কাজ শেষে রুমে আসলে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে আদান হাসপাতালে ভর্তি’ করা হয়, সেখানেই সে স্ট্রোক করেন।
আগামী মাসে তার দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু লাশ হয়েই দেশে ফিরবেন এই রেমিটেন্স যোদ্ধা। এভাবে প্রতিনিয়ত এখানে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে কোন না কোনো বাংলাদেশি। যার বেশীর ভাগ হচ্ছে স্ট্রোক বা হাড’ফেইল করে মৃত্যু ।
আনুসঙ্গিক সব কাগজপত্র দূতাবাস এর মাধ্যমে প্রায় শেষ আরো কিছু ডকুমেন্ট যা তৈরি হলেই তার লাশ দেশে পাঠানো হবে। তার লাশ ফরওয়ানিয়া হাসপাতালে রাখা হয়েছে।
তিনি স্ত্রী তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।