শেখ এহছানুল খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: কুয়েত সিটির ওয়াতানিয়ার জেইন হোটেলে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বর্ষীয়ান নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সভাপতি সাদেক হোসেন এর সভাপতিত্বে এবং কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বিমল কান্তি রয়, শামশুল আলম, স্বেচ্ছাসেবকলীগ কুয়েত শাখার সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, কামাল সহ অনেকে।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। সভাপতি ও বক্তারা মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর জীবন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে তার রাজনৈতিক বিচক্ষণতার দিক অনুসরণ করে চলার আহবান জানান। পাশাপাশি আওয়ামীলীগের সকল উন্নয়নকে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে কুয়েতে কাজ করার আহবান জানান।
সভায় সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে মরহুমের প্রতি সম্মান জানয়ে এক মিনিট নিরবতা পালন, শোক স্বন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পড়ার মধ্য দিয়ে সভা শেষ হয়।