শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ৯ আগস্ট ২০১৮ জি ডব্লিউ মেরুউট হোটেল কুয়েত এর জাহারা হল রুমে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম’পির আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ কুয়েতের উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান আহবায়ক ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মোকাই অালীর সভাপতিত্বে ও সংগঠক মইন উদ্দিন মাইন এর পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম’পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া নামে পরিচিত কৃতিকন্যা মাউসির সাবেক মহা পরিচালক গ্রেড-১ প্রফেসর ফাহিমা খাতুন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ আনিছুজ্জামান, সামরিক এটাচে বিগ্রেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, বিএমসি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা জহিরুল ইসলাম খান বাংলাদেশ দূতাবাস কুয়েত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরি বলেন, লুৎফুর রহমানের মত মানুষ যারা জন্মস্থান ভূমি বিজয়নগরের রাজনীতিতে আসলে রাজনীতির ধারা পরিবর্তন হওয়ার মত প্রকাশ করেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেকে দেশে বিভিন্ন দল ক্ষমতায় থেকেছে কিন্তু তারা দেশের তেমন উন্নয়ন করতে পারেনি, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর তার দক্ষ নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এমনকি মহাকাশও জয় করেছে। আমাদেরকে সরকারের এ অর্জন মানুষের কাছে তুলে ধরতে হবে।
এতে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার প্রকৌশলী মোসায়েদ, জাহাঙ্গীর আলম দিলিপ, হাবিবুর রহমান, রুমেন, রাজনৈতিক সংগঠক আতাউল গনি মামুন, ফয়েজ কামাল, খলিলুর রহমান তপন সহ অনেকে।
শেষে কেক কেটে সংগঠনের উদ্বোধন করেন প্রধান অতিথি, এছাড়া প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ হতে সম্মাননা স্মৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। রাতের ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।