শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েত এর উদ্যোগে, কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে বাংলাদেশ সরকার ঘোষিত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে প্রবাসীদের অবগত করতে সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.হ জুবেদ এর সঞ্চালনায় সভায় প্রবাসী সাংবাদিক নেতারা বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন সময়ে নানা সুযোগ সুবিধা দিয়ে থাকে। এসব সম্পর্কে অনেক প্রবাসী অবগত না থাকার কারণে সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সর্বদা অবগত করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় এসব বিষয়ে বক্তারা বিভিন্ন কম’ পরিধির কথা তুলে ধরেন আলোচনায় ।
আলোচনা শেষে প্রবীন সাংবাদিক আজকের সূর্য্যদয় পত্রিকার ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব এর সুস্থতা কামনা করে দোয়া ও আল আমিন রানাকে বিশেষ সম্মাননা স্মারক দেয়ার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও আরটিভির প্রতিনিধি জালাল উদ্দিন, সহ সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি শেখ এহছানুল হক খোকন, সহ সভাপতি ও সময় টিভির প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, আনন্দ টিভির সেলিম হাওলাদার, সাহি ইমরান, নাসের খোকন সহ বিভিন্ন গনমাধ্যমের ব্যক্তিবর্গ ।