জালাল উদ্দিন, কুয়েত: ২৯ জুলাই ২০২০, বুধবার এক বিবৃতিতে পৌরসভার পরিচালক তাদের অফিসিয়াল টুইটে বলেছেন সকাল ১০টা থেকে রাত৮ টা পর্যন্ত শপিংমল এবং সকাল ৬টা সাড়ে ৮টা পর্যন্ত মুদি ও খুচরা খাদ্য বাজার বা রেষ্টুরেন্টেের ডেলিভারি চালু থাকিবে।
বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রী পরিষদ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে পৌরসভার পরিচালক আল-মানফৌহি এক প্রেস বিবৃতিতে বলেন, দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা চলছে, সকলকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
আল-মানফুহি বলেন, হোটেল এবং রিসর্টগুলির কার্যক্রম যেমন সুইমিং পুল, জিম, সেলুন এবং বসার জায়গাগুলি বন্ধ থাকবে।
তিনি বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।