শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ১৬ নভেম্বর কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুয়েত শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের জন্য নির্বাচনী তহবিল গঠনে উক্ত সংগঠনের পক্ষ হতে সভাটি করা হয়।
এতে সভাপতিত্ব করেন যুবদল কুয়েত শাখা কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ এবং যুবদল কুয়েত শাখার সাধারণ সম্পাদক শাহজাহান সবুজের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন।
সংগঠনের কুয়েত শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে আনিছুল হক উল্কা, নাসির উদ্দিন হাওলাদার, শাহা আলম, আব্দুল, লোকমান জাহীদ, সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, চাঁন মিয়া হাসান, নাসের সন্দীপি, হাফেজ আলমগীর সহ অনেকে।
তারা বলেন, দলের ক্লান্তি লগ্নে পূর্বেও যুবদল কুয়েত শাখা দলের পাশে থেকেছে এবং নির্বাচনের জন্য তহবিল গঠন করে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে পাশে থাকবে এবং দেশনেত্রীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীদের দাত ভাংগা জবাব দেওয়ার প্রস্তুত হওয়ার মুখ্য সময় একাদশ জাতীয় নির্বাচনে। কাজেই সে পথে কাজ করার আহবান জানান সকলে। নৈশভোজের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।