শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ৩০ নভেম্বর শুক্রবার ফাহিল গ্যালাক্সি অডিটোরিয়ামে রাত ৯.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোবারক আল কবির প্রদেশের উদ্যোগে সম্মেলন শেষে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে কোরবান আলীর সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিপ্লব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত শাখা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শোয়েব আহম্মদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েত শাখা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাষ্টার নূরুল ইসলাম, মো: মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান সামস, যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন প্রমুখ।
অন্যদিকে সম্মেলন অনুষ্ঠানে প্রদেশের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত শাখা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার নূরুল ইসলাম। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুয়েত শ্রমিক দলের সভাপতি মোমিনউল্লাহ পাটোয়ারী, কুয়েত বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন খোকন, মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া, জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের সম্মানিত সভাপতি শওকত মিয়া, কুয়েত বিএনপির অন্যতম সদস্য হুসেন মোল্লা, খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, কুয়েত বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শফিউল্লাহ্ লিঠন, সহ প্রচার সম্পাদক আব্দুল কাদের, মোবারক আল কবির প্রদেশ বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবুল মিয়া, সহ সভাপতি ফারুক আহমদ আহমদী প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক জাফর প্রমুখ।
এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রচুর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি কোরবান আলী ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব সহ মোট ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ও আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আবারও দেশ পরিচালনা বিএনপির সরকার গঠনে সকল জিয়ার সৈনিকদের কাজ করার আহবান জানান। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সাঈদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।