শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার কুয়েতে বঙ্গবন্ধুর হাতে গড়ে দেয়া সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতৈ হয়েছে । সংগঠনটির কুয়েত শাখার উদ্যোগে রাজধানীর ফরওয়ানিয়ার লুলু গ্রাউন্ড হোটেলে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে স্বরণ করতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কুয়েত শাখা শ্রমিকলীগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কুয়েত শাখার সভাপতি হানিফ মিয়া। সংগঠনের কুয়েত শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগ কুয়েত শাখার প্রধান উপদেষ্টা এম ডি সেলিম।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক মোজাম্মেল হক তারেক, আওয়ামীলীগ নেতা এম এ মান্নান, আওয়ামীলীগ নেতা দ্বীন ইসলাম মিন্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আমিনুর রহমান আমিন, কুয়েত যুবলীগ এর যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ কুয়েত এর যুগ্ম সম্পাদক কবির হোসেন, ছাত্রলীগ সভাপতি কুয়েত শাখার মনির হোসেন তুষার, শরিফ নাজমুল, দাইয়ানূর রহমান মিষ্টার নূর সহ সভাপতি শ্রমিকলীগ, জাহারা যুবলীগের সভাপতি মো: ইসমাইল হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক শ্রমিক লীগ কুয়েত শাখার খায়রুল আলম রানা, মফিজুর রহমান, শেখ আনোয়ার টুটুল, শ্রমিক লীগ কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুবলীগ ফাহিল শাখার সাধারণ সম্পাদক সফিক টিটু, শ্রমিকলীগের প্রচার সম্পাদক রাকিব মিয়া, হাসাবিয়া শাখা শ্রমিকলীগের সভাপতি শাহআলম, ধর্ম বষয়ক সম্পাদক খাজা মাইনুদ্দিন, মো: পারভেজ, আবুল কালাম, আতিক সহ জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
বক্তারা প্রবাসের শ্রমজীবি তথা শ্রমিকদের সুখে দুখে পাশে থাকার পাশাপাশি এ সংগঠনের পক্ষ হতে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, জাতির জনক মেহনতি মানুষকে ভালোবাসতেন, ভালোবাসতেন দেশকে ও আদর্শকে তাই বঙ্গবন্ধু ১৯৬৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন শ্রমিকলীগ, প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য্যেরসহিত এগিয়ে প্রবাসী বাংলাদেশি শ্রমজীবি মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের আলোচনার শুরুতে সকল শহীদদের স্বরণে দাঁড়িয়ে সম্মান জানানো হয়। শেষে কেক কাটার পর গানে গানে শেষ হয় অনুষ্ঠানের।