ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কুয়েত ছাত্রলীগ।
৮ জানুয়ারি ২০২১, শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে কুয়েত সিটির একটি হোটেলের বলরুমে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রলীগ সভাপতি মনির হাসান তুষারের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় ঢাকা থেকে ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো: মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, কুয়েত আওয়ামীলীগ নেতা আতাউল গনি মামুন, রফিকুল ইসলাম বুলু, ফয়েজ কামাল ও শাহনেওয়াজ নজরুল, আওয়ামী যুবলীগ নেতা ইসমাইল হোসেন হাওলাদার, শফিক টিটু, জাহিদুল ইসলাম ও মীর তারেক, ছাত্রলীগ নেতা ইয়াসিন খান অভি, আহাদ ইসলাম স্মরণ ও রাসেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাসুদ করিম, বেল্লাল হোসেন ও কবির হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি কামাল হোসেন সহ প্রমূখ।
কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও নিরাবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ তাই বাংলাদেশের-ই আরেক নাম। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অন্য উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তারা।