শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০১৮ বিজয়া উদয়াপন পরিষদ কুয়েত এর আয়োজনে বিজয়া পুনর্মিলনী ও বিজয় দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।কুয়েতের স্কাউট ভবন অডিটোরিয়াম, হাওয়ালীতে উৎসব অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাবু সত্যরন্জন সরকারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রিপন শর্মার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েত এর কাউন্সিলর ও হেড অফ চ্যান্সারী মোঃ আনিসুজ্জামান, বিজয়ার উপদেষ্টা রাম চন্দ্রন, মিষ্টার রবি সহ অনেকে।
দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচিতে ছিল বিজয়া ২০১৮ স্বরণিকার মোড়ক উন্মোচন, গান, অভিনয় ও হিন্দু ধর্মের বিভিন্ন সংস্কৃতির ইতিহাস এবং বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা।
২০০৫ সালে গঠিত বিজয়া উদযাপন পরিষদের কর্মপরিধি তুলে ধরে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই সংগঠন কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও দেশীয় সংস্কৃতিকে উজ্জীবিত করতে করা হয়েছে তাই প্রতিবছরের মত এবারও এই উৎসব হিন্দু সমাজ সহ সকল ধর্ম বর্নের জন্য বিনোদনের মাধ্যম হিসেবে কাজ করে আসছে যা বাংলাদেশকে আরো পরিচিতি ঘটাতে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্বরণে ও বিজয়ের আনন্দকে ভাগাভাগি করতে ছিল বিশেষ আয়োজন। স্বরণ করতে ভুলেনি হিন্দু ধর্মের বিভিন্ন গুণীজন ও বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনুষ্ঠানে সংগঠনের সকল নেতৃবৃন্দ, দূতাবাস ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট, নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের।