শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: অনেক সময় সত্যকে আড়াল করতে কিছু দুস্কৃতকারীরা সরকারকে ফাঁকি দিয়ে নিরীহ প্রবাসীদের বিপাকে ফেলার বিস্তর উদাহরণ রয়েছে । আর সেই খবর যথাযথ স্থান হতে সঠিক তথ্য দিয়ে সরকার ও দেশের নজরে পৌঁছাতে মিডিয়ার বিকল্প নেই।প্রবাসীদের দাবি সমূহ ক্ষমতাসীন সরকারের নজরে আনতে কুয়েত প্রবাসী সাংবাদিকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন কুয়েত এর উদ্যোগে সিটির রাজধানী হোটেলে ১১ জানুয়ারি শুক্রবার রাতে সংগঠনের সভাপতি এনটিভি প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি আ.হ জুবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের করণীয় ভুক্তভোগী প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তাদের দাবি সমূহ সঠিক তথ্য প্রমাণাদি সহ সংবাদ প্রচার করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করতে সবার প্রতি আহ্বান জানান প্রবাসী সাংবাদিক নেতা মঈন উদ্দিন সরকার সুমন।
তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, পুলিশের প্রবাসী ডেস্ক সহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো খুবই প্রশংসনীয় আর এই সুবিধা গুলো গ্রহণ করতে এখনই সময় আর এই বিষয়ে প্রবাসীদের সচেতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশী । প্রবাসী সাংবাদিকরা যেনো অসহায় প্রবাসীদের কল্যাণে কাজ করতে পারে এবং সরকার যেনো ভুক্তভোগী শ্রমিকদের জন্য আরো দ্রুত সমাধান বের করতে পারে তার মতামতও তুলে ধরেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরটিভি প্রতিনিধি জালাল উদ্দিন, সহ সভাপতি যমুনা টিভি প্রতিনিধি শেখ এহসানুল হক খোকন, সহ সভাপতি সময় টিভি প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, মাই টিভি প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, আনন্দ টিভি প্রতিনিধি সেলিম হালদার সহ অন্যান্য সংবাদ কর্মীরা।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিনকে অবকাশ কালীন স্বদেশ যাত্রায় সম্মাননা দেয়া হয় ।আপ্যায়নের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত হয়।