মুহাম্মদ জালাল উদ্দিন, কুয়েত থেকে: কুয়েতে বাংলাদেশের জাতীয় পত্রিকা ও চ্যানেলে কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের বাংলাদেশ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ ২০২১, শুক্রবার দেশটির কুয়েতস্থ খাইতান এলাকায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এনটিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও বাংলা টিভি প্রতিনিধি আ হ জুবেদের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরটিভি প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন, সময় টিভি প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজান, ঢাকা পোস্ট ও একাত্তর টিভি প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি নিউজ ও জাগো নিউজ প্রতিনিধি মোহাম্মদ হেবজু, একুশে টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি সেলিম হাওলাদার প্রমুখ।
বর্ধিত সভায় আলোচকরা বলেন, আমরা সকলে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের সংগঠনে বাংলাদেশের জাতীয় পত্রিকা অথবা চ্যানেলে কর্মরত যে কেউ সদস্য হতে পারবেন। এছাড়াও প্রেসক্লাব গঠনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরা হয় ও নীতিমালা প্রণয়ন করে চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন করতে এবং খুব শিগগিরই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে একমত পোষণ করেন সংবাদকর্মীরা।