শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের আরব উপসাগরীয় দেশ কুয়েত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েত এর জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস। ১৯৬০ সালের ২৫ ফেব্রুয়ারি ব্রিটিশ উপনিবেশ হতে মুক্ত হওয়ার পর থেকে এই দিনটি পালন করে যাচ্ছে। আবার ১৯৯১ সালে ২৬ ফেব্রুয়ারি ইরাক আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর থেকে লিবারেশন ডে এই দিবসকে ঘিরে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি বেসকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়ি, বিভিন্ন গাড়িতে জাতীয় পতাকায় সেজেছে লাল, সবুজ, সাদা ও কালো রঙে আলোক সজ্জায়। আয়োজন করা হয় নানা ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামের।
জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েত সাজে নতুন রুপে। এ দিবসটিতে স্থানীয়রা বেশি আনন্দ করে থাকে আবার স্থানীয়দের পাশিপাশি বিভিন্ন দেশের অভিবাসী ও প্রবাসী বাংলাদেশি বন্ধুবান্ধব ও পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ায় প্রিয়জনদের নিয়ে, উপভোগ করেন কুয়েতের সৌন্দর্য্য।
আনন্দ আর উৎসবে দুইদিন চলবে পুরো কুয়েতে নানা শ্রেণীপেশার মানুষের উদ্দীপনা। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি এবং জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষনা করেছে দেশটির সরকার। এদিকে জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের নাগরিকরা কুয়েত বেড়াতে আসে এই ফেস্টিভ্যাল এর সাথে নিজেকে যোগ করতে। অনেকে তাদের প্রতিক্রিয়ায় অনেকে জানান দীর্ঘ দিন কুয়েতে থেকে তারা কুয়েতকে ভালোবাসার কথা।