শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: ৬ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেছে নবগঠিত গোপালগঞ্জ প্রবাসী কল্যান সমিতি কুয়েত সমিতির নেতৃবৃন্দরা। নবগঠিত সমিতির সভাপতি ফয়েজ মৃধা, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, উপদেষ্টা টিপু সুলতান ও উপদেষ্টা মাহমুদুর রহমানের নেতৃত্বে সংগঠনের ত্রিশ সদস্যের প্রতিনিধি দল সংগঠনের পক্ষ হতে রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সাথে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত এস এম আবুল কালাম উপস্থিত সমিতির সকলের কর্মস্থলে কাজের সুযোগ সুবিধার খোঁজখবর জানতে চাইলে, সবাই তাদের নিজ নিজ অবস্থানের কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। এছাড়াও রাষ্ট্রদূত এস এম আবুল কালাম নবগঠিত সমাজ কল্যাণ এ সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
গোপালগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, কুয়েতের নেতৃবৃন্দরা রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ১০৩ সদস্য বিশিষ্ট কমিটির একটি তালিকা রাষ্ট্রদূতের হাতে তুলে দেন। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, সরাফাত মিয়া, সুবেদ আলি, খাইরুল আলম রানা, নুহু মোল্লা, লালন মোল্লা, আনিচুর, সিমুল, হাফিজুল সহ অনেকে।
সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ভবিষ্যৎতে সমিতির মাধ্যমে কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা অসহায় দুস্থ বা আকামা অথবা কাজ নিয়ে সমস্যায় রয়েছেন সমিতি তাদের পাশে থাকবে।