শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত বছরের ৯ মাস গরমকালে ৫০ডিগ্রীর উপরে তাপমাত্রা থাকায় খেলাধুলা বা বিনোদনমূলক অনেক কিছুতে সম্পৃক্ত থাকতে পারেনা প্রবাসীরা। কিন্তু শীত আসার পূর্বেই কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা খেলাধুলা, কৃষ্টি সংস্কৃতি নিয়ে বরাবরই এগিয়ে থাকতে চান। কারণ শীতের পুরো তিন মাস কুয়েতে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্ম ও শ্রমজীবি যুবকদের মধ্যে বিভিন্ন খেলাধুলা সহ নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে স্বস্তি বোধ করে থাকেন।
দেশ ও নিজেকে পরিচিতি ঘটাতে এবং সুনাম অর্জনে বিশেষ ভূমিকা রাখতে পারছে বলে মনে করেন খেলাপ্রেমিরা। তারই ধারাবাহিকতায় কুয়েতে ১২ অক্টোবর জিলিব নাইট রাইডার প্রিমিয়াম লীগ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে । খেলাটি আব্বাসিয়া গ্রাউন্ডে “বাংলাদেশ ফেন্ডস স্পোর্টিং ক্লাব” বনাম “বি-বাড়ীয়া একাদশ ক্লাব “কুয়েতের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জে কে আর খেলাটি দুপুর ১.১৫ মিনিটে উদ্ভোধন করেন । প্রবাসী আয়োজকদের ভূমিকায় ছিলেন জিলিব নাইট রাইডার । বিজয়ী হন বাংলাদেশ ফেন্ডস স্পোর্টিং ক্লাব ও রানার্সআপ হন বিবাড়ীয়া একাদশ স্পোর্টিং ক্লাব।
ক্রিকেট কিংবা ফুটবল যেটাই হউক তাদের বিনোদনের খোরাক যেমন হয় পাশাপাশি শরীর চর্চা ও বিভিন্ন দেশের প্রবাসী খেলোয়ার বা ক্রীয়ামোদিদের সাথে এক প্রতিযোগিতায় মেতে উঠেন যা এগিয়ে নিচ্ছে দেশকে। আর এসব কাজে সোসাইটির অনেকেই ছেলেদের উৎসাহিত করতে বিভিন্ন জেলার নামে অথবা ফেমাস নাম দিয়ে ক্লাব বা সংগঠন গড়ে উঠেছে আর এসব ক্লাবকে পৃষ্ঠপোষকতা করছেন সামাজিক রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ অনেকে।
এখানে ১০ থেকে ১৫টি টিম গড়ে উঠেছে এর ফলে এসব টীমগুলো কোন না কোনভাবে ম্যাচ খেলে যাচ্ছে দীর্ঘ ১০বছর কিংবা তারও অধিক সময় ধরে। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, কুয়েত সহ বিভিন্ন দেশের ক্লাবের সাথে প্রতিযোগীতা করেও বাংলাদেশকে আরো পরিচিতি ঘটাচ্ছেন বাংলাদেশি খেলোয়াররা । আবার প্রতিযোগিতার মাধ্যমে জয়ী হয়ে ট্রফি ছিনিয়ে উৎসাহিত হচ্ছেন নিজেরা । এখানে দেশীয় বিভিন্ন জেলার দল বা ক্লাবের মধ্যে প্রতিযোগিতার আয়োজন বেশ চোখে পড়ার মত।
ফাইনাল খেলাটি উপভোগ করতে আসা বিভিন্ন পযায়ের প্রচুর দর্শক, প্লেয়ার ও প্রবাসীরা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিলিব নাইট রাইডার এর উপদেষ্টা সাঈদ নূর এর সভাপতিত্বে ইসমাইল সোবহান ও সোহেল রানার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক শোয়েব আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ ফেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: আকতারুজ্জামান শামস, শের ই বাংলা স্মৃতি পরিষদ এর সভাপতি আলহাজ নাসির উদ্দিন হাওলাদার, শের ই বাংলা স্মৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক মো: কোরবান আলী, হাফিজ আবদুল্লা,নাজিম উদ্দিন, কামরুল হাসান, সাংবাদিক মঈনউদ্দিন সরকার সুমন, শেখ এহছানুল হক খোকন, শরিফ মো: মিজানুর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলাম, শওকত হোসেন, মো: বাবুল মিয়া,সংগঠক আব্দুল কাদের, আলী হোসেন, আওলাদ হোসেন সহ অনেকে।
আয়োজকগণ ও অতিথিরা তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বিদেশ বিভূইয়ে নানা কর্মব্যস্ততার মাঝে বিনোদন কিংবা খেলাধুলা অনেক কঠিন, এরপরও দেশীয় সংস্কৃতি বা খেলাধুলা নতুন প্রজন্মকে নেশা সহ নানা অপরাধ থেকে বাচিয়ে রাখতে সক্ষম। দূতাবাস ও সোসাইটির বিত্তবানদের এমন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান করেন বক্তারা। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ান ট্রফি ও বিভিন্ন কোম্পানির তরফ হতে পুরস্কার তুলে দেন অতিথিরা।